সৌহার্দ্যপূর্ণ বৈঠকের পরও ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বললেন মামদানি
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি বলেছেন, তিনি এখনও বিশ্বাস করেন—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন ফ্যাসিবাদী। যদিও চলতি সপ্তাহে হোয়াইট হাউসে এই দুই নেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছিল। খবর আল-জাজিরার।
রোববার (২৩ নভেম্বর) এনবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে রিপাবলিকান প্রেসিডেন্ট সম্পর্কে মামদানি বলেন, ‘এটা এমন কিছু, যা আমি আগেও বলেছি; আজও বলছি।’
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের দুদিন পরই জোহরান মামদানি এমন মন্তব্য করলেন। যদিও সামনাসামনি বৈঠকে তিনি কয়েক মাস ধরে চলা পাল্টাপাল্টি দোষারোপ করার বিষয়টি দূরে রেখে নিউইয়র্কের ভবিষ্যতের জন্য সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
আরও পড়ুন : তিক্ততা ভুলে হোয়াইট হাউসে হাস্যোজ্জ্বল ট্রাম্প-মামদানি
নিউইয়র্কে বেড়ে ওঠা ট্রাম্প মামদানি মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, সে ‘শতভাগ কমিউনিস্ট উন্মাদ’। এ জবাবে মামদানি বলেছেন, ট্রাম্প গণতন্ত্রের ওপর আক্রমণ করছেন।
হোয়াইট হাউসে সাক্ষাতের সময় ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মামদানির সমর্থনে এগিয়ে এসেছিলে। যখন একজন সাংবাদিক মামদানিকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কি ট্রাম্পকে এখনও ফ্যাসিবাদী হিসেবে দেখেন, তখন প্রেসিডেন্ট তার পক্ষ হয়ে কথা বলেন।
সেসময় ট্রাম্প মামদানিকে বলেন, ‘ঠিক আছে। তুমি এটা বলতে পারো। এটি সহজ, ব্যাখ্যা করার চেয়ে এটি সহজ। আমার আপত্তি নেই।’
এনবিসি নিউজের সাক্ষাৎকারে মামদানি বলেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে আমার যে কথোপকথন হয়েছে, তাতে আমরা মতবিরোধের জায়গাগুলো নিয়ে আলোচনা করতে লজ্জা পাইনি। এ বিষয়টি আমি উপভোগ করেছি।’
আরও পড়ুন : ইউক্রেন শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি
মামদানি আরও বলেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে আমার বৈঠকটি ফলপ্রসূ মনে হয়েছে। ওই আলোচনায় আমাদের প্রচারণার মূল বিষয়বস্তু—বাসস্থানের খরচ, শিশুযত্নের খরচ, মুদি খরচ, বিভিন্ন (বিদ্যুৎ, গ্যাস, পানি) খরচের মতো বিষয়গুলো উঠে এসেছে।’
ট্রাম্প ওই বৈঠকে ঐতিহাসিক নির্বাচনে জয় পাওয়ায় মামদানির প্রশংসা করে বলেন, তিনি ‘দুর্দান্ত কাজ’ করতে পারেন। প্রসিডেন্ট বলেন, ‘আমাদের একটা দারুণ এবং খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমাদের মধ্যে একটা মিল আছে—আমরা চাই আমাদের এই শহরটি খুব ভালোভাবে কাজ করুক, যা আমরা ভালোবাসি।’
জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে বলেছেন, ট্রাম্প আমেরিকান জনগণের ভবিষ্যতের কথা যারা চিন্তা করে, তাদের সবার সঙ্গে কাজ করতে চান।

এনটিভি অনলাইন ডেস্ক