ট্রাম্পের হুঁশিয়ারি
‘সঠিক কাজ না করলে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হবে’
এবার ভেনেজুয়েলার নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) ম্যাগাজিন দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রদ্রিগেজ যদি মার্কিন স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেন, তবে তাঁকে মাদুরোর (ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো) চেয়েও ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে। খবর আলজাজিরার।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘দেলসি রদ্রিগেজ যদি সঠিক কাজটি না করেন, তবে তাঁকে অনেক বড় মূল্য দিতে হবে। সম্ভবত সেই মূল্য মাদুরোর চেয়েও বেশি হবে।’ তিনি মূলত রদ্রিগেজের সাম্প্রতিক অবস্থানের দিকে ইঙ্গিত করে এই মন্তব্য করেছেন। ট্রাম্পের মতে, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপ ও মাদুরোকে আটকের বিষয়টিকে রদ্রিগেজ যেভাবে ‘অবৈধ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন, তা গ্রহণযোগ্য নয়।
এর আগে গত শনিবার (৪ জানুয়ারি) মার্কিন বিশেষ বাহিনী মাদুরোকে তুলে নেওয়ার পর ট্রাম্প শুরুতে রদ্রিগেজের প্রশংসা করেছিলেন। হোয়াইট হাউস থেকে দাবি করা হয়েছিল, রদ্রিগেজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সহযোগিতা করতে রাজি হয়েছেন। তবে এর কিছুক্ষণ পরেই এক টেলিভিশন ভাষণে রদ্রিগেজ সুর বদল করেন। তিনি মাদুরোকেই ভেনেজুয়েলার ‘একমাত্র বৈধ প্রেসিডেন্ট’ দাবি করেন। একই সঙ্গে বলেন, ভেনেজুয়েলা তার প্রাকৃতিক সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ পর্যন্ত লড়াই করবে। রদ্রিগেজের এই ‘বিদ্রোহী’ আচরণেই ক্ষিপ্ত হয়েছেন ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যেই ঘোষণা করেছেন, একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘পরিচালনা’ করবে। বিশেষ করে দেশটির বিশাল তেল সম্পদকে মার্কিন বিনিয়োগের জন্য উন্মুক্ত করা তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। ট্রাম্পের ভাষায়, ভেনেজুয়েলা বর্তমানে একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে। দেশটি পুনর্গঠনের জন্য মার্কিন নিয়ন্ত্রণ জরুরি।
অন্যদিকে, বন্দি নিকোলাস মাদুরোকে স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের ম্যানহাটন আদালতে হাজির করার কথা রয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসবাদের গুরুতর অভিযোগ আনা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক