এমন নেইমারকেই তো চেয়েছিল সান্তোস
শৈশবের ক্লাবের প্রতি ভালোবাসা থেকে সান্তোসে ফিরেছিলেন নেইমার। সান্তোসও সাদরে গ্রহণ করেছে ঘরের ছেলেকে। নেইমার নিজেকে উজাড় করে দিয়েছেন। ব্রাজিলের ঘরোয়া লিগ ‘সিরি আ’ থেকে অবনমনের শঙ্কায় ছিল সান্তোস। নেইমার তা দূর করেছেন। চোট নিয়েই খেলেছেন শেস তিন ম্যাচ।সর্বশেষ ম্যাচে আজ সোমবার (৮ ডিসেম্বর) ক্রুজেইরোকে ৩-০ গোলে হারিয়েছে সান্তোস। তাতে রেলিগেশনের হাত থেকে বেঁচেছে ক্লাবটি। গোল না পেলেও দলের প্রাণভোমরা...
সর্বাধিক ক্লিক
