ভুটানকে ভয় পাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক জামাল
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ এখন ভুটানে। দেশটির বিপক্ষে ফিফা স্বীকৃত দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে প্রথম ম্যাচ।
স্বাগতিক হওয়ায় এগিয়ে আছে ভুটান। প্রায় তিন মাস খেলার বাইরে বাংলাদেশ। সর্বশেষ বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সেটি বিবেচনায় পিছিয়েই আছেন জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ অধিনায়ক অবশ্য মনে করেন, ভয়ের কিছু নেই।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ জামাল বলেন, ‘ভুটান শক্ত প্রতিপক্ষ। তারা খেলার মধ্যে আছে। আমরা তিন মাস ধরে খেলছি না। তাদের কিছু খেলোয়াড় আছে ভীষণ গতিশীল। কোনো সন্দেহ নেই, ভুটান শক্তিশালী। তবে, আমরা ভয় পাচ্ছি না। আমাদের নজর ম্যাচের দিকে।’
বাংলাদেশ অধিনায়ক ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। তার মতে, লড়াইয়ের জন্য প্রস্তুত শিষ্যরা। খেলার মধ্যে না থাকলেও অনুশীলন থেমে থাকেনি বলে জানান তিনি।
কাবরেরা বলেন, ‘বাংলাদেশ দলের (স্কোয়াড) অর্ধেকের বেশি খেলোয়াড় অনুশীলন করেছে নিয়মিত। ঢাকায় তারা প্রায় দেড় মাসের মতো পরিশ্রম করেছে, নিজেদের তৈরি করেছে। লম্বা সময় খেলার মধ্যে না থাকলেও ফিটনেসসহ সব কাজই হয়েছে। আমাদের লক্ষ্য এখন, ম্যাচে যতটা সম্ভব ভালো পারফর্ম করা। খেলোয়াড়দের আমি এটিই বলব, মাঠে যেন তাদের সেরাটা দেয়।’
সফরে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ সেপ্টেম্বর।