টিভি ও অনলাইনে বাংলাদেশ-হংকং ম্যাচ দেখবেন যেভাবে

বাংলাদেশের ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ-হংকং ম্যাচ দেখতে। হামজা-শমিতদের খেলা দেখতে তারা মুখিয়ে আছেন। স্টেডিয়ামে বসে খেলাটি সবাই না দেখতে পারলেও দেশজুড়ে মানেুষ টিভি পর্দার সামনে বসে কিংবা অনলাইনে কোন স্ট্রিমিং প্ল্যাটফর্মের সামনে বসে বাংলাদেশ দলকে উৎসাহ দিয়ে যাবেন। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
জাতীয় স্টেডিয়াম, ঢাকায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময রাত ৮টায়। মাঠের উত্তেজনা ঘরে বসে উপভোগ করতে চোখ রাখতে হবে টিভিতে কিংবা অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
বাংলাদেশ হংকং ম্যাচের ব্রডকাস্ট পার্টনার টি-স্পোর্টস ও নাগরিক টিভি। এই দুটি চ্যানেলেই এই ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা। এছাড়া ওটিটি পার্টনার হিসেবে আছে ‘আই স্ক্রিন’ ও ‘বঙ্গো’। এই দুটি ওটিটি প্লাটফর্মে সাবস্ক্রিবশন প্যাকেজ নিয়ে খেলা দেখেতে পারবেন দর্শকরা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে চুক্তি অনুযায়ী, হংকং ও ভারতের বিপক্ষে দুটি হোম ম্যাচেই অফিসিয়াল পার্টনার হিসেবে থাকছে বঙ্গো। ঘরের মাঠে ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ম্যাচের পর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।
দুটি ম্যাচকে ঘিরে বঙ্গোতে দর্শকদের জন্য রয়েছে সহজ সাবস্ক্রিপশন সুবিধা। একটি ম্যাচ দেখতে খরচ পড়বে মাত্র ২৫ টাকা, আর দুটি ম্যাচ একসাথে দেখতে নেওয়া যাবে মাত্র ৪৫ টাকার প্যাকেজ।
এছাড়া দেশের বিভিন্ন জায়গায় একসঙ্গে লাইভ স্ক্রিনিং আয়োজন করা হয়েছে। যেখানে ফুটবলপ্রেমীরা মিলিত হয়ে দেশের জয়-পরাজয় দেখতে পারবেন। মোট ১০টি জায়গায় একসঙ্গে এই উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার সুযোগ পাবে দেশজুড়ে হাজার হাজার মানুষ।
লাইভ স্ক্রিনিং হবে ঢাকার উত্তরা সেন্টার পয়েন্ট, চট্টগ্রামের সিআরবি ও ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ, রাজশাহী ভেরিপাড়া মোড়, বরিশাল বিএম কলেজ, ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ চৌহাট্ট, খুলনার শিববাড়ি মোড় ও রংপুর কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে।
এশিয়ান কাপে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। এখন পর্যন্ত দুই রাউন্ড শেষে মাত্র ১ পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপে বাংলাদেশের অবস্থান তৃতীয়। শীর্ষে থাকা সিঙ্গাপুরের পয়েন্ট ৪, সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় হংকং। আর বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তলানীতে ভারত। একমাত্র গ্রুপ চ্যাম্পিয়নই সরাসরি সুযোগ পাবে মূলপর্বে খেলতে।