নভেম্বরে যাদের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই শেষ হয়ে গেছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে আগামী বছর অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে দলের কম্বিনেশন ঠিক করতে ও নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলছে আলবিসেলেস্তেরা।
চলতি মাসের ফিফা উইন্ডোতেও দুটি প্রীতি ম্যাচ খেলেছে আকাশী-নীল জার্সিধারীরা। একই ধারায় আগামী নভেম্বরের ফিফা উইন্ডোতেও একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া সেই বিবৃতিতে এএফএ নভেম্বরে তাদের প্রতিপক্ষ হিসেবে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার নাম প্রকাশ করেছে। ম্যাচটিও হবে সে দেশেই। অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় আগামী ১৪ নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে ম্যাচের সময় এখনো নির্ধারিত হয়নি।
প্রথমে জানা গিয়েছিল, নভেম্বর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যার একটি হওয়ার কথা ছিল ভারতে। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছিল, লিওনেল মেসিসহ পুরো আর্জেন্টিনা দলের নভেম্বরে ভারত সফর করার কথা ছিল। বড় অঙ্কের টাকা খরচ করে বর্তমান চ্যাম্পিয়নদের ভারতে আনবে তারা। তবে এএফএ- এর এই বিবৃতির পরে সেই সম্ভাবনা বন্ধ হয়ে গেল।
এর আগে অবশ্য আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ভারত সফরে না এলে আফ্রিকাতেই দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে মরক্কোর নাম জানানো হয়েছিল সেই প্রতিবেদনে। এবার আরেকটি প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, উপযুক্ত প্রতিপক্ষ না পাওয়ায় শেষ পর্যন্ত একটি ম্যাচই খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
২০২২ সালের বিশ্বকাপ দলের সব সদস্য নেই লিওনেল স্কালোনির দলে। ফলে আগামী বিশ্বকাপের জন্য সেরা দল বাছাই করতে বেশ পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছেন তিনি। দলে ভারসাম্য আনতে সুযোগ দেওয়া হচ্ছে নতুন ফুটবলারদের। ধারণা করা হচ্ছে, আগামী কয়েকটি ম্যাচেও এই ধারা চলতে থাকবে।
চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছিল মেসিবিহীন আর্জেন্টিনা। এরপর পুয়ের্তো রিকোকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দেয় স্কালোনির শিষ্যরা। এ ম্যাচে বিশ্রাম থেকে ফিরেছিলেন দলের প্রাণভোমড়া লিওনেল মেসি।
জানা গেছে, একটি ম্যাচ খেললেও লম্বা প্রস্তুতি ক্যাম্প করবে আর্জেন্টিনা। ইউরোপের দেশ স্পেনে হবে আলবিসেলেস্তেদের এই অনুশীলন ক্যাম্প। ফিফা উইন্ডোর শেষ দিন পর্যন্ত অর্থাৎ ১৮ নভেম্বর পর্যন্ত চলবে আর্জেন্টিনার এই অনুশীলন ক্যাম্প।

স্পোর্টস ডেস্ক