নারী বিশ্বকাপ ফাইনাল
প্রথম শিরোপা জিততে বড় পুঁজি ভারতের
দুই দলের লক্ষ্য একই- প্রথমবার নারী বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখা। সেই লক্ষ্যে শুরুটা ভালোই হয়েছে স্বাগতিক ভারতের। শেফালি ভার্মার সেঞ্চুরি মিসের আক্ষেপ থাকলেও ভারতের সংগ্রহ বেশ বড়। ব্যাটারদের দৃঢ়তায় তিনশ ছুঁইছুঁই রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। এবার গ্যালারিতে থাকা নীল সমুদ্রের গর্জনের মাঝে কঠিন পরীক্ষা দিতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
আজ রোববার (২ নভেম্বর) নাভি মুম্বাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রানের পুঁজি দাঁড় করিয়েছে ভারত।
টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় ভারত। দুই ওপেনার স্মৃতি মান্ধানা আর শেফালি ভার্মা গড়েন ১০০ ছাড়ানো জুটি। ভালো খেলতে খেলতেই হাফসেঞ্চুরির কাছে গিয়ে মান্ধানা ফিরলে ভাঙ্গে সেই জুটি।
এরপর ব্যাটিংয়ে নেমে ভালো করতে পারেননি সেমিফাইনালের নায়ক জেমিমাহ রদ্রিগেজ। এদিন মাত্র ২৪ রানেই ফিরেছেন তিনি। অধিনায়ক হারমানপ্রীত কৌরও ইনিংস বড় করতে পারেননি। ২৯ বলে ২০ রান করে ফেরেন তিনি।
একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির পথে ছুটছিলেন আরেক ওপেনার শেফালি। তিন অঙ্কের আশাও দেখিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেটাকে পূর্ণতা দিতে পারেনি। ৭৮ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে বিদায় নেন শেফালি।
এরপর দীপ্তি শর্মা বাদে বাকিরা সেভাবে ইনিংস বড় করতে পারেননি। আমানজ্যোত কৌর ফেরেন ১৪ বলে ১২ রান করে। ঝড়ো ইনিংস খেলে ফেরেন উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ। তার ব্যাট থেকে আসে ২৪ বলে ৩৪ রান।
ইনিংসের শেষ বলে ৫৮ বলে ৫৮ রান করে রান আউট হন দিপ্তী। ভারতের স্কোরবোর্ডে অবশ্য ততক্ষণে যোগ হয়েছে ২৯৮ রানের তিনশ ছুঁইছুঁই পুঁজি।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন আয়াবোঙ্গা খাকা। একটি করে উইকেট পান ননকুলুলেকো ম্লাবা, ক্লোই ট্রায়ন ও নাদিন দে ক্লার্ক।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৫০ ওভারে ২৯৮/৭ (স্মৃতি মান্ধানা ৪৫, শেফালি ৮৭, জেমিমাহ ২৪, হারমানপ্রীত ২০, দিপ্তী ৫৮, আমানজ্যোত ১২, রিচা ৩৪, রাধা ৩; কাপ ১০-১-৫৯-০, খাকা ৯-০-৫৮-৩, ম্লাবা ১০-০-৪৭-১, ক্লার্ক ৯-০-৫২-১, লুস ৫-০-৩৪-০, ট্রায়ন ৭-০-৪৬-১)

স্পোর্টস ডেস্ক