জেরুজালেমে পুলিশের ওপর ছুরি হামলা, হামলাকারী নিহত
জেরুজালেমে ছুরি হামলার ঘটনায় কমপক্ষে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এই হামলার পর পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে।
বুধবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইসরায়েল পুলিশের পক্ষ থেকে বলা হয়, জেরুজালেমের ওল্ড সিটির একটি ইহুদি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়।
ইসরায়েল পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে হামলাকারী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।