প্রশান্ত মহাসাগরে বাণিজ্যিক জাহাজের সঙ্গে জাপানি সাবমেরিনের সংঘর্ষ
প্রশান্ত মহাসাগর উপকূলে হংকং নিবন্ধিত একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে জাপানের একটি সাবমেরিনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার এ ঘটনা ঘটে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানান।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, এ ঘটনায় মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের সাবমেরিন সোরিয়ু’র তিনজন ক্রু সামান্য আহত হয়েছেন। জাপানিজ কোস্ট গার্ডের ছবিতে দেখা গেছে, সাবমেরিনটি বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।
দক্ষিণ জাপানের শিকোকুর প্রধান দ্বীপে এই দুর্ঘটনাটি ঘটেছে। ২০০৯ সালে কমিশন করা সোরিয়ু সাবমেরিনটি প্রায় তিন হাজার টন ওজন বহন করতে পারে। এর প্রায় ৬৫ জন ক্রু আছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাবমেরিনটির যোগাযোগ সরঞ্জাম ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এটি এখনও চলতে পারছে।
অন্যদিকে হংকং-নিবন্ধিত বাণিজ্যিক জাহাজ বাল্ক ক্যারিয়ার ওশেন আর্তেমিসের তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে কোস্টগার্ডের কর্মকর্তারা জানিয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক