বিশ্বব্যাপী ২২০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা কোকা-কোলার
বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট দুই হাজার ২০০ জন কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে সফট ড্রিংকস জায়ান্ট কোকা-কোলা। করোনা মহামারির কারণে আয় কমে যাওয়ায় পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে এসব কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে আটলান্টাভিত্তিক বহুজাতিক এই সংস্থাটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৯ সালের শেষের দিকে বিশ্বজুড়ে কোকা-কোলার কর্মী ছিল প্রায় ৮৬ হাজার। চলতি বছর মহামারির মধ্যে আয় কমে যাওয়ায় চাপে পড়েছে প্রতিষ্ঠানটি।
কোকা-কোলার বার্ষিক মোট আয়ের অর্ধেক আসে প্রধানত বাড়ির বাইরে বেভারেজ পান করতে মানুষ যে খরচ করে, সেখান থেকে। কিন্তু এ বছর সামাজিক দূরত্বের বিধিনিষেধের কারণে বিশ্বের বেশিরভাগ জায়গাতেই বন্ধ আছে পানশালা, রেস্তোরা, সিনেমা হল ও খেলার মাঠ। মূলত এসব জায়গাতেই কোকা-কোলার পণ্য বেশি বিক্রি হয়।
বহুজাতিক এই সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের সবশেষ প্রান্তিকে তাদের আয় হয়েছে ৮ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় ৯ শতাংশ কম।

এনটিভি অনলাইন ডেস্ক