যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে ৩ হাজার ৯০০ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে করোনায় বুধবার একদিনে তিন হাজার ৯০০ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত একদিনে এই সংখ্যা সর্বোচ্চ। জন হপকিন্স ইউনিভার্সিটি এ কথা জানায়।
বাল্টিমোরভিত্তিক ইউনিভার্সিটি জানায়, রাত সাড়ে আটটার (গ্রীনিচ মান সময় বৃহস্পতিবার ০১৩০ টা) আগে পর্যন্ত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে তিন হাজার ৯২৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে একদিনে এক লাখ ৮৯ হাজার ৬৭১ জন আক্রান্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ শুরুর পরে এ পর্যন্ত এক কোটি ৯৭ লাখ ১৫ হাজার ৮৯৯ জন আক্রান্ত এবং তিনলাখ ৪১ হাজার ৮৪৫ জনের মৃত্যু হয়েছে। খবর বাসসের।
দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাসি সতর্ক করে দিয়ে বলেছেন, বড়দিনের ছুটিতে লোকদের সমাবেশের পরে শীতের মাসগুলোতে মৃতের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। তবে সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনো আসেনি।
এদিকে দেশটিতে গণভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। ২৮ লাখ মানুষকে এরই মধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরের শেষ নাগাদ দুই কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক