যুক্তরাষ্ট্র ও বাহামাসের মাঝামাঝি ২০ যাত্রী নিয়ে নৌকা নিখোঁজ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও বাহামাসের মধ্যবর্তী এলাকায় ২০ জন যাত্রী নিয়ে একটি নৌকা নিখোঁজ হয়েছে। প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও বাহামাসের মধ্যবর্তী এলাকায় ২০ জন যাত্রী নিয়ে একটি নৌকা নিখোঁজ হয়েছে। তিন দিন অনুসন্ধান চালিয়েও নিখোঁজ ২০ যাত্রী সন্ধান পাওয়া যায়নি। শনিবার যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে। খবর বাসসের।
নৌকাটি গত সোমবার বিমিনি দ্বীপ ত্যাগ করে। এটি প্রায় ৮০ মাইল (১৩০ কিলোমিটার) দূরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ফ্লোরিডা অঙ্গরাজ্যের লেক ওয়ার্থে পৌঁছানোর কথা ছিল।
মঙ্গলবার এক বিবৃতিতে কোস্টগার্ড সতর্ক করে দিয়ে বলেছিল, নৌকাটি বন্দরে ফিরে আসেনি।
পরের তিন দিন উভয় দেশের যৌথ টিম সমুদ্রের ১৭ হাজার বর্গ মাইল (৪৪ হাজার কিলামিটার) এলাকায় আকাশ থেকে এবং সমুদ্রে অনুসন্ধান চালায়। নৌকাটির সন্ধান না পেয়ে শুক্রবার তারা অনুসন্ধান কার্যক্রম বন্ধ করে দেয়।

এনটিভি অনলাইন ডেস্ক