বাগদান করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা
দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গেই শেষ পর্যন্ত বাগদান সম্পন্ন করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। দীর্ঘদিনের এই সঙ্গীর নাম ক্লার্ক গেফোর্ড। তিনি একজন টেলিভিশন উপস্থাপক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
আজ শুক্রবার একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জেসিন্ডার বাঁ-হাতে হীরার আংটি দেখেই ছড়িয়ে পড়ে বাগদানের খবর।
গত ইস্টার সানডের পরেই তাঁরা বাগদান সম্পন্ন করেছেন বলে জানান প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র।
বাগদানের পর রেডিও নিউজিল্যান্ডকে জেসিন্ডা আরডার্ন বলেন, ‘আমি অনেক অনেক ভাগ্যবতী। আমি এমন একজন সঙ্গী পেয়েছি, যিনি সব সময় আমার পাশে থাকেন। তিনি আমাদের দায়বদ্ধতার একটা বিশাল অংশের ভাগীদার, কারণ তিনি একজন বাবাও।’
এর আগে গত বছর জেসিন্ডা ও গেফোর্ডের ঘরে জন্ম নেয় ফুটফুটে একটি মেয়েসন্তান। তার নাম নিভ তে আরোহা।
প্রধানমন্ত্রী থাকাকালীন সন্তান জন্মদান করা দ্বিতীয় নারী হলেন জেসিন্ডা আরডার্ন। এর আগে ক্ষমতায় থাকার সময় সন্তান জন্ম দিয়েছিলেন পাকিস্তানের দুবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টো।
এদিকে জানুয়ারিতে বিবিসির তরফ থেকে জেসিন্ডা আরডার্নকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি তাঁর সঙ্গী গেফোর্ডকে বিয়ের প্রস্তাব দেবেন কি না। জবাবে জেসিন্ডা কৌতুকচ্ছলে বলেছিলেন, ‘না, আমি প্রস্তাব দেব না।’ এই প্রস্তাব জানানোর কষ্টটা গেফোর্ডকেই ভোগ করতে হবে বলে জানিয়েছিলেন তিনি।
স্থানীয় গণমাধ্যম জানায়, ২০১২ সালে একটি অনুষ্ঠানে পরিচয় হয় জেসিন্ডা ও গেফোর্ডের।

অনলাইন ডেস্ক