প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত
ব্রিটিশ রাজবধূ ও যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত। এখন চিকিৎসার অংশ হিসেবে তিনি কেমোথেরাপি নিচ্ছেন। এক ভিডিও বার্তায় রাজবধূ ক্যাথেরিন মিডলটন নিজের শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে বলেন, গত দুই মাসের কঠিন সময়ে এটি ছিল একটি বেশ বড় ধাক্কা।
প্রিন্সেস অব ওয়েলস ইতিবাচক বার্তা দিয়ে বলেন, ‘আমি ভালো আছি এবং দিন দিন শক্তি সঞ্চয় করছি।’ তবে ক্যানসারের বিষয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া থেকে বিরত ছিলেন তিনি। কেনসিংটন প্যালেস দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছে, তিনি এই রোগ থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করবেন।
ভিডিও বিবৃতিতে ক্যাথরিন ব্যাখ্যা করেন, গত জানুয়ারিতে তার পেটে অপারেশন হয়। তবে এটা জানা ছিল না যে সেখানে কোনো ক্যানসার আছে কি নেই! কেট মিডলটন বলেন, ‘অপারেশনের পর পরীক্ষা-নীরিক্ষার ফলাফল থেকে জানা যায় ক্যানসারের অস্তিত্ব। আমার মেডিকেল টিম এরপর আমাকে ক্যানসার প্রতিরোধী কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দেয় এবং সে অনুযায়ী, আমি চিকিৎসার প্রাথমিক পর্যায়ে রয়েছি।’
কেনসিংটন প্যালেস থেকে চিকিৎসার বিষয়ে আর কোনো তথ্য, যেমন এটি কোন ধরনের ক্যানসার, সে বিষয়ে কোনো কিছু বলেননি। শুধু এটুকুই জানানো হয়, কেমোথেরাপি শুরু হয় ফেব্রুয়ারির শেষ ভাগে।
৪২ বছর বয়সী প্রিন্সেস জানান, তিনি ক্যানসারে আক্রান্ত লোকজনকে নিয়ে ভাবছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘যারা সবাই এই রোগে ভুগছেন, তা যে ধরনেরই হোক না কেন বা যে মাত্রারই হোক না কেন, আপনারা বিশ্বাস হারাবেন না। নিজেকে একা ভাববেন না।’
কেট মিডলটন আরও বলেন, ‘প্রিন্স উইলিয়ামের সঙ্গে আমাদের এই তরুণ পরিবারটির জন্য যা যা করা প্রয়োজন, সে প্রক্রিয়াগুলো অনুসরণ করছি আমরা।’
প্রিন্সেস অব ওয়েলস আরও জানান, তার পরিবারের এখন কিছুটা সময় একান্তে কাটানো খুবই প্রয়োজন।