২০২০ সালের নির্বাচনের হার মেনে নিতে অস্বীকার ট্রাম্পের
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে একটি ‘ঝাঁকুনি’ দিয়ে হেরে গেছেন এমন বক্তব্য থেকে সরে এসেছেন। তিনি দাবি করেছেন, তিনি ‘ব্যঙ্গাত্মকভাবে’ এমন মন্তব্য করেছিলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রথমবার টেলিভিশন বিতর্কে মুখোমুখি হয়েছেন দেশটির ডেমোক্রেটিক দলের প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে শুরু হওয়া মুখোমুখি বিতর্কটির প্রতি এখন দৃষ্টি সারা বিশ্বের।
বিতর্কের সঞ্চালক ডেভিড মুইর ২০২০ সালের নির্বাচনের বিষয়ে ট্রাম্পের করা বিবৃতিটি পড়ে শোনান। এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলেন, ‘এটা ব্যঙ্গাত্মকভাবে বলা হয়েছিল।’
ট্রাম্প বলেন, ‘দেখুন, অনেক প্রমাণ আছে। আপনাকে যা করতে হবে তা হলো—এটি (ফলাফল) দেখতে হবে, তাদের এটি অনুমোদনের জন্য আইনসভায় ফেরত পাঠানো উচিত ছিল।’
এ ছাড়া বিতর্কে মুখোমুখি হয়ে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ‘মার্কসবাদী’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বর্তমান ভাইস প্রেসিডেন্টকে তার বাবা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অর্থনীতিবিদের প্রসঙ্গ টেনে আক্রমণ করতে চেষ্টা করেন।