শিবরাত্রিতে মাংস খাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করল ভারতের বিশ্ববিদ্যালয়

ভারতের দিল্লিতে অবস্থিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ছাত্রাবাসে মহা শিবরাত্রির দিন মাংস (নন-ভেজ) খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী সুদীপ্ত দাসকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় ছাত্রাবাস পরিচালনায় থাকা সেক্রেটারিকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই শুক্রবার (১৮ জুলাই) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল কমিটির তদন্তের পর এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবর এনডিটিভির।
জানা গেছে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রিতে আমিষ খাবার পরিবেশন নিয়ে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই) এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ তুলেছে।
এসএফআইয়ের দাবি, এবিভিপির সদস্যরা অন্যদের ওপর নিজেদের খাদ্যাভ্যাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এই ঘটনাকে ধর্মনিরপেক্ষ মূল্যবোধের ওপর আঘাত বলে জানায় সংগঠনটি। অন্যদিকে, এবিভিপির অভিযোগ ছিল, হিন্দু ধর্মাবলম্বীদের উপবাসের দিনে ছাত্রাবাসে আমিষ খাবার পরিবেশন করা অসংবেদনশীল আচরণ।

বহিষ্কারাদেশ অনুযায়ী, সুদীপ্ত দাসকে ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সে আবেদন করার সুযোগ থেকেও আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে সুদীপ্তকে।
বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রক্টোরিয়াল তদন্তে পিএইচডি শিক্ষার্থী সুদীপ্ত দাসের গুরুতর অসদাচরণ ধরা পড়েছে। তার বিরুদ্ধে একাধিক শৃঙ্খলা ভঙ্গের প্রমাণও পাওয়া গেছে। তাই বিশ্ববিদ্যালয় থেকে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।