এয়ার কানাডার কেবিন ক্রুদের ধর্মঘট, লাখো যাত্রীর ভোগান্তি
কেবিন ক্রুদের ধর্মঘটের মুখে এয়ার কানাডা তাদের সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে। ফলে প্রতিদিন প্রায় এক লাখ ৩০ হাজার যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হচ্ছে, যা তাদের ব্যাপক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। খবর আলজাজিরার।
আজ শনিবার (১৬ আগস্ট) সকালে এয়ার কানাডার ১০ হাজারেরও বেশি ফ্লাইট অ্যাটেনডেন্টদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন এই ধর্মঘটের ঘোষণা দেয়। তাদের মূল দাবি হলো বেতন বৃদ্ধি করা। একইসঙ্গে বিমান মাটিতে থাকা অবস্থায় অতিরিক্ত কাজের জন্য বেতন প্রদান করা।
বিমান সংস্থাটি জানিয়েছে, ‘এয়ার কানাডা রুজের’ ফ্লাইটসহ সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তারা অগ্রিম টিকেট কাটা যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। ধর্মঘটের কারণে প্রতিদিন প্রায় ৫০০ ফ্লাইট ক্ষতিগ্রস্ত হচ্ছে। গতকাল শুক্রবার রাতের মধ্যেই এয়ারলাইনটি ৬২৩টি ফ্লাইট বাতিল করেছিল। যার কারণে এক লাখেরও বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হন।
বেতন নিয়ে এয়ার কানাডা ও ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। বিমান সংস্থাটি চার বছরে মোট ৩৮ শতাংশ ক্ষতিপূরণ বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল, যার মধ্যে প্রথম বছরেই ২৫ শতাংশ বেতন বৃদ্ধি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ইউনিয়ন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এটিকে অপর্যাপ্ত বলে জানায়।
এ নিয়ে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে আলোচনার সদিচ্ছার অভাব রয়েছে বলে অভিযোগ তুলেছে। ইউনিয়ন বলছে, এয়ার কানাডার সরকারের মাধ্যমে বাধ্যতামূলক সালিশের আশ্রয় নিয়ে কর্মীদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে।

এনটিভি অনলাইন ডেস্ক