লাদাখ বিক্ষোভের অন্যতম সংগঠক সোনম ওয়াংচুক আটক

হিমালয় অধ্যুষিত ভারতের লাদাখ অঞ্চলকে পৃথক রাজ্য হিসেবে ঘোষণার দাবিতে গত বুধবার অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে কমপক্ষে পাঁচজন নিহত হয়। সংঘাতপূর্ণ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আন্দোলনকারীদের সংগঠিত করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব সোনম ওয়াংচুককে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আটক করা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার একজন আইনজীবী। খবর এএফপির।
চীন ও পাকিস্তানের সীমান্তের সুউচ্চ পাহাড়ি এলাকার অনেক কম জনসংখ্যার লাদাখ অঞ্চলের জন্য আরও বেশি রাজনৈতিক স্বায়ত্বশাসনের দাবিতে তরুণ প্রজন্মের বিক্ষোভ ও প্রতিবাদ প্রকাশের এই ঘটনায় ‘উসকানিমূলক বক্তব্য’ দেওয়ার জন্য নয়াদিল্লি সোনম ওয়াংচুককে দায়ী করে আসছিল। লাদাখের ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের ভূমি ও বিপর্যস্ত পরিবেশ রক্ষায় সাংবিধানিকভাবে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পূর্ণ রাজ্য হিসেবে লাদাখকে মর্যাদা দেওয়ার দাবিতে অনশন চালিয়ে যাচ্ছিলেন সোনম ওয়াংচুক।
প্রতিবাদ বিক্ষোভের আয়োজক সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট একজন আইনজীবী মুস্তাফা হাজি বার্তা সংস্থা এএফপিকে জানান, শুক্রবার ওয়াংচুককে তার গ্রামের বাড়ি উলেহ টকপো থেকে পুলিশ ‘ধরে নিয়ে গেছে’। তিনি জানান, সোনমের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে তা জানা যায়নি।
৫৯ বছর বয়স্ক সোনম ওয়াংচুক একজন প্রকৌশলী। হিমালয়ের যুগান্তকারী পানি সংরক্ষণ প্রকল্পের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। ২০১৮ সালে তিনি তার পরিবেশবাদী কাজ ও অবদানের জন্য মর্যাদাপূর্ণ র্যামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন। বলিউডের তুমুল জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এ নায়ক আমির খানের চরিত্রটি তার কাজ ও জীবনকে ঘিরে চিত্রিত হয়েছিল বলে কথা প্রচলিত রয়েছে।
গত বছর লাদাখের পরিবেশবাদী আন্দোলনের অংশ হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকার ও এই অঞ্চলটির পরিবেশ রক্ষার দাবিতে একটি প্রতিবাদ সমাবেশ থেকে দিল্লি পুলিশ তাকে স্বল্প সময়ের জন্য আটক করেছিল। গতকাল বৃহস্পতিবার ভারতীয় কর্তৃপক্ষ তার বিদেশি সাহায্য নির্ভর অলাভজনক সংগঠনের লাইসেন্স বাতিল করে দেয়।

লাদাখে ভারতীয় সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে চীনের সঙ্গে বিতর্কিত সীমান্ত এলাকা জুড়ে। ২০২০ সালে এই দুই দেশের সৈন্যরা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়লে ২০ জন ভারতীয় সৈন্য ও চারজন চীনা সৈন্য নিহত হয়।