ভারতে পাহাড়ধসে যাত্রীবাহী বাসের ১৮ যাত্রী নিহত

ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় যাত্রীবাহী বাসের ওপর পাহাড় ধসের ঘটনায় অন্তত ১৮ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বালুঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হরিয়ানা রাজ্যের রোহতাক জেলা থেকে বিলাসপুরের ঘুমারিন শহরে যাওয়ার সময় ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একটি বিশাল অংশ ধসে বাসের ওপর পড়ে। বাসটিতে ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
উদ্ধার কর্মীরা জানায়, গতকাল রাত থেকেই উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ১৮ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া তিন জন শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্ধার তৎপরতায় গতি আনা যাচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা।
উদ্ধারকাজে সহায়তাকারী এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সোমবার থেকে এই অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ি ঢালগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ অন্যান্য নেতারা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ লেখেন, এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
এছাড়া প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতের পরিবারকে ৫০ হাজার রুপি প্রদান করা হবে।
এর আগে হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখু এক্সের পোস্টে কর্মকর্তাদের উদ্ধার অভিযান দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই ঘটনায় শোক জানিয়ে বলেন, হিমাচল প্রদেশের বিলাসপুরে পাহাড় ধসের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।