১৯৬৮ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরায়েল

ইসরায়েলি কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের বহনকারী বাসগুলো দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের নাসের হাসপাতালের বাইরে পৌঁছেছে। ছবি : এএফপি
গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এক হাজার ৯৬৮ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার (১৩ অক্টোবর) ইসরায়েলি কারা পরিষেবা সূত্রে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপির।
এক বিবৃতিতে কারা পরিষেবা জানায়, চুক্তির শর্ত মেনে ‘দেশের বিভিন্ন কারাগার থেকে এক হাজার ৯৬৮ জন ফিলিস্তিনিকে স্থানান্তর করা হয়েছে।
কারা পরিষেবা আরও জানিয়েছে, কারাগারে প্রয়োজনীয় কাজ শেষ হওয়া ও রাজনৈতিক কর্তৃপক্ষের অনুমোদনের পর সব বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

বন্দিদেরকে ওফের কারাগার থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের দিকে এবং কেটজিওট কারাগার থেকে কেরেম শালোম ক্রসিং (গাজা উপত্যকায় প্রবেশের একটি ক্রসিং) দিয়ে মুক্তি দেওয়া হয়েছে।
এই মুক্তির বিনিময়ে হামাস চুক্তির আওতায় বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিয়েছে।