শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় পাকিস্তানকে দুষল আফগানিস্তান
কাতার ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনার ব্যর্থতার জন্য পাকিস্তানকে দায়ী করেছে আফগানিস্তানের তালেবান সরকার। তবে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ সত্ত্বেও তারা জানিয়েছে, পূর্বে ঘোষিত যুদ্ধবিরতি বহাল থাকবে।
কোনো সমাধান ছাড়াই শুক্রবার (৭ নভেম্বর) আলোচনার সমাপ্তি হয়। এর আগে তালেবান জানায়, সীমান্তে সংঘর্ষে কয়েকজন আফগান বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। খবর আল জাজিরার।
তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ শনিবার (৮ নভেম্বর) সকালে সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, দুই দিনের আলোচনা সদিচ্ছা নিয়েই অনুষ্ঠিত হয়েছিল। আমরা আশা করেছিলাম, পাকিস্তান বাস্তবসম্মত ও কার্যকর প্রস্তাব দেবে। কিন্তু ইসলামাবাদ সব নিরাপত্তা দায়িত্ব আফগান সরকারের ওপর চাপিয়ে দিতে চেয়েছে।
জবিউল্লাহ মুজাহিদ আরও বলেন, পাকিস্তান আলোচনায় ‘দায়িত্বজ্ঞানহীন ও অসহযোগিতামূলক মনোভাব’ প্রদর্শন করেছে, যার ফলে কোনো ফলাফল আসেনি।
এক সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন, তালেবান যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি এবং সেটি অব্যাহত থাকবে।
পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার শুক্রবার বলেন, আলোচনায় কোনো অগ্রগতি হয়নি, যদিও যুদ্ধবিরতি এখনও বহাল আছে।
আতাউল্লাহ বলেন, ইসলামাবাদ ‘তালেবান সরকারের এমন কোনো পদক্ষেপ সমর্থন করবে না যা আফগান জনগণ বা প্রতিবেশী দেশগুলোর স্বার্থবিরোধী।’
পাকিস্তানের অভিযোগ, কাবুল কর্তৃপক্ষ ২০২১ সালের দোহা চুক্তিতে সন্ত্রাসবাদ দমনের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং পাকিস্তান তালেবান (টিটিপি)-এর মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে।
এর প্রতিক্রিয়ায় পাকিস্তান আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে, যা কাবুল সরকার নিন্দা করেছে।
তালেবান দাবি করেছে, তারা টিটিপিকে আশ্রয় দেয় না এবং আফগান ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না।
মুজাহিদ বলেন, ‘আমরা পাকিস্তানের জনগণকে বন্ধু ও ভাই মনে করি, তবে কোনো আগ্রাসন হলে আফগানিস্তান দৃঢ়ভাবে প্রতিরোধ করবে।’
জাতিসংঘের তথ্য অনুযায়ী, অক্টোবরের শুরু থেকে সংঘর্ষে আফগান সীমান্তে ৫০ বেসামরিক নাগরিক নিহত ও ৪৪৭ জন আহত হয়েছে। কাবুলে বিস্ফোরণে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন।
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তালেবানের হামলায় ২৩ সৈন্য নিহত ও ২৯ জন আহত হয়েছে, তবে বেসামরিক হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি।

এনটিভি অনলাইন ডেস্ক