সব প্রস্তুতি সম্পন্ন, এবার ভারত বধের অপেক্ষায় হামজা
প্রবাসী ফুটবলারদের আগমনে দেশের ফুটবলের চেহারাটা বদলে গেছে। বিশেষ করে ইংল্যান্ড প্রবাসী লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাসটা একটু বেশিই। অবশ্য তিনি দেশের ফুটবলের সমর্থকদের আস্থার প্রতিদান দিয়েই যাচ্ছেন।
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শিলংয়ে ভারতের বিপক্ষে প্রথম লেগে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। সেই ম্যাচটি অবশ্য গোলশূন্য ড্র হয়েছিল। এবার ফিরতি লেগের ম্যাচ আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায়। দীর্ঘ ২২ বছর ভারতের বিপক্ষে জয়হীন থাকার পর এই ম্যাচটি জিততে মুখিয়ে আছে বাংলাদেশ।
আরও পড়ুন : উত্তাপ ছড়ানো বাংলাদেশ–ভারত লড়াইয়ে কে এগিয়ে?
আর উত্তাপ ছড়ানো এই ম্যাচের আগের ভারত বধের সব প্রস্তুতি সম্পন্ন বলেই জানালেন হামজা। ভারতের বিপক্ষে লড়াইয়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে হামজা লিখেছেন, ‘বড় ম্যাচের সব প্রস্তুতি শেষ! আগামীকাল (আজ) আপনাদের সবাইকে দেখা আর আপনাদের দারুণ উচ্ছ্বাস অনুভব করার জন্য আর তর সইছে না! ইনশা আল্লাহ।’
ভারত ম্যাচের আগে নভেম্বরে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে খেলে বাংলাদেশ। শুক্রবার নেপালের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে দুটি চোখধাঁধানো গোল করেছিলেন দলের তারকা হামজা চৌধুরী। একটিতে ওভারহেড কিক, আর পরেরটি পেনালটি থেকে ‘পানেনকা’ শট। তবু জয় মেলেনি, যা হতাশার কারণ হলেও ভারতের বিপক্ষে ম্যাচে হামজা নতুন উদ্দীপনা নিয়ে খেলবেন বলে জানিয়েছিলেন।
আরও পড়ুন : মর্যাদার লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
নেপালের বিপক্ষে ম্যাচের পর তিনি ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, ‘রাতের ম্যাচ হতাশাজনকভাবে শেষ হলেও এটি আমাদের জেতা উচিত ছিল। সব সময়ের মতো সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আসুন সবাই ঐক্যবদ্ধ থাকি। আসুন, সবাই বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হই।’
হামজার অভিষেকের পর থেকেই জাতীয় দলের ম্যাচে গ্যালারি টইটম্বুর থাকে। আজকের ম্যাচও ব্যতিক্রম নয়। টিকিট ছাড়ার মাত্র ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে গেছে। ফলে আজকের ম্যাচে বাংলাদেশের সমর্থকরা মাঠে আবেগের এক অন্য মাত্রা যোগ করবেন। হামজা ও তার সতীর্থরাও সব প্রস্তুতি সম্পন্ন রেখেছেন, এখন কেবল মাঠে নামার অপেক্ষা।

স্পোর্টস ডেস্ক