ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাজ্য
ইউক্রেনকে দূরপাল্লার এম২৭০ মাল্টিলঞ্চ রকেট সিস্টেম দিতে যাচ্ছে যুক্তরাজ্য। ইউক্রেনকে যেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া না হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন হুঁশিয়ারি উপেক্ষা করেই যুক্তরাজ্য এ সিদ্ধান্ত নিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ সোমবার এ তথ্য জানানো হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ পদক্ষেপ হিসেবে যুক্তরাজ্য ইউক্রেনকে ৮০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এম১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) দেওয়ার কথা জানায়।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ‘রাশিয়ার কৌশল পরিবর্তন হওয়ায় ইউক্রেনকে যুক্তরাজ্যের দেওয়া সহযোগিতায়ও পরিবর্তন আসবে।’
এম২৭০ মাল্টিলঞ্চ রকেট সিস্টেম কীভাবে চালাতে হয় তা শেখাতে যুক্তরাজ্যে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।