ইরানে হামলার পেছনে ইসরায়েল বোঝানোয় তিরস্কারের মুখে মন্ত্রী
তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গ্যভির। ইরানে হামলা বা বিস্ফোরণ নিয়ে ইসরায়েল আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও দেশটির মন্ত্রিসভার এই সদস্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে পোস্ট করে তোপের মুখে পড়েছেন। অনেকে মনে করছেন, তার পোস্ট ইসরায়েলকে লজ্জায় ও বেকায়দায় ফেলেছে।
ফরাসি সংবাদ সংস্থাটির প্রতিবেদন বলছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের ইসফাহানে বিস্ফোরণ হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমের একটি অংশ জানিয়েছে, ইসরাইল তার চিরশত্রু ইরানের ওপর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। যদিও এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইসরায়েলি সামরিক বাহিনী বা সরকার বিস্ফোরণের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তবে, আজ শুক্রবার (১৯ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট সদস্য বেন গ্যভির সামাজিকে যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে কথা বলেছেন। তিনি সেখানে লিখেছেন, ‘স্কেয়ারক্রো!’ হিব্রু ভাষায় যার অর্থ অপবাদ। তিনি লেখেন, ইরানে বিস্ফোরণের পিছনে ইসরাইল ছিল, কিন্তু পদক্ষেপ ছিল দুর্বল।
বেন গ্যভিরের মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশন চ্যানেলগুলোতে দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিরোধী নেতা ইয়ার ল্যাপিড এক্সে লিখেন, ‘একজন মন্ত্রী দেশের নিরাপত্তা, এর ভাবমূর্তি এবং এর আন্তর্জাতিক মর্যাদার জন্য এত বড় ক্ষতি আগে কখনও করেননি।’ তার দাবি, বেন গ্যভির ক্ষমার অযোগ্য। তার করা টুইটে তিনি যে শব্দটি ব্যবহার করেছেন তা ইসরায়েলকে তেহরান থেকে ওয়াশিংটন পর্যন্ত উপহাস ও লজ্জায় ফেলেছে।
শিক্ষাবিদ এবং ভূ-রাজনীতিবিষয়ক একটি পডকাস্টের হোস্ট শাইল বেন-ইফ্রাইম বলেছেন, বেন গ্যভির ‘ইসরায়েলি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বিষয়টি নিয়ে উপহাস করেছেন।’
যদিও নেতানিয়াহুর লিকুদ পার্টির আইনপ্রণেতা ও ইসরায়েলের পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক ও নিরাপত্তা কমিটির সদস্য ট্যালি গটলিভ ইরান আগ্রাসনে উল্লাস দেখিয়েছেন। তিনি এক্সে লেখেন, ‘একটি গর্বের সকাল।’ তিনি আরও বলেছেন, ‘ইসরায়েল শক্তিশালী ও ক্ষমতাশীল রাষ্ট্র।’