কাশ্মীর টাইমসের অফিসে থেকে অস্ত্রের বিভিন্ন অংশ উদ্ধার
ভারতের জম্মুর কাশ্মীর টাইমসের অফিসে অভিযান চালিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি (এসআইএ)। দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ অভিযান পরিচালিত হয়।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) পুলিশ সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
জম্মু ও কাশ্মীরের পুলিশ জানায়, দিনের শুরুতে শুরু হওয়া এই তল্লাশি অভিযানে একে-৪৭ রাইফেলের কার্তুজ, পিস্তলের গুলি ও তিনটি গ্রেনেডের লিভার উদ্ধার করা হয়েছে। তল্লাশি এখনও চলছে।
এ ঘটনায় কাশ্মীর টাইমসের সম্পাদক অনুরাধা ভাসিনের বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, তিনি রাষ্ট্রের বিরুদ্ধে অসন্তোষ ছড়ানো, বিচ্ছিন্নতাবাদকে মহিমান্বিত করা এবং ভারতের ও কেন্দ্র শাসিত অঞ্চলের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির মুখে ঠেলে দেওয়ার মতো কার্যকলাপে যুক্ত ছিলেন।
এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এনটিভি অনলাইন ডেস্ক