জানা গেল মেসির মাঠে ফেরার সময়
চোটের সঙ্গে মেসির সখ্যতা এক বছরের বেশি সময় ধরে। কোপা আমেরিকার পর থেকে চোট আরও বেড়েছে তার। যে কারণে রাখা হয়নি আর্জেন্টিনার পরের দুটি ম্যাচে। নতুন মৌসুম শুরু হলেও ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নামা হয়নি মেসির। সবার কৌতূহল, কবে ফিরবেন মেসি?
আর্জেন্টিনা ও মায়ামি অধিনায়ক মেসি কবে মাঠে ফিরবেন—সেই ব্যাপারে জানিয়েছেন মায়ামি কোচ টাটা মার্টিনো। আগামী ১৫ সেপ্টেম্বর ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে পারেন মেসি, এমন ইঙ্গিত দিয়েছেন মার্টিনো। খবর গোল ডটকমের।
মার্টিনো বলেন, ‘অনুশীলনে ভালো সময় কাটাচ্ছে মেসি। একটু একটু করে সে উন্নতি করছে। তাকে খেলানোর মতো অবস্থা তৈরি হচ্ছে। আমরা ঝুঁকি নিতে চাই না। আশা করি ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে আমরা তাকে মাঠে পাব।’
কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে ৬৪ মিনিটের সময় গোড়ালির চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। মাঠ ছাড়ার পর ডাগআউটে বসে মেসিকে কাঁদতে দেখা যায়। গত দেড় বছরে মেসিকে ৯০ মিনিটের আগে বহুবার মাঠ ছাড়তে দেখা গেছে। বয়সের সঙ্গে বাড়ছে মায়ামি তারকার চোটও।