মেসির নৈপুণ্যে জয় দিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা
চলতি বছরের শেষ ম্যাচ খেরতে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। শক্তির বিচারে দুই দলের মাঝে পার্থক্যটা বিশাল, ফিফা র্যাঙ্কিংয়েও ব্যবধান চোখে পড়ার মতো। তবে মাঠের লড়াইয়ে তেমনটা দেখা গেল না। যদিও শেষ পর্যন্ত দুই অর্ধে দুই গোল করে জয় দিয়েই বছর শেষ করল আলবিসেলেস্তেরা।
শুক্রবার (১৫ নভেম্বর) দিনগত রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলাকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৪৩তম মিনিটে লাউতারো মার্তিনেস দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান অধিনায়ক লিওনেল মেসি।
ম্যাচের শুরুটাও ছিলো ঢিমেতালে। প্রথম ১০ মিনিটে অ্যাঙ্গোলার অর্ধেই ছিল বল। গোলের জন্য প্রথম শটটি নেয় স্বাগতিক অ্যাঙ্গোলা। তবে সিট ছিল লক্ষ্যভ্রষ্ট।
ম্যাচের ১৯তম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে মেসির শট রুখে দিয়ে সফরকারীদের হতাশ করেন অ্যাঙ্গোলার গোলরক্ষক।
পরের সুযোগ পেতে মেসিদের অপেক্ষা করতে হয় আরও ২০ মিনিট। ৩৯তম মিনিটে থিয়াগো আলমাদার কাটব্যাক ডি-বক্সে ফাঁকায় পেয়ে শট নেন মেসি, তবে বল চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।
ম্যাচের ৪৩ মিনিটে ডেডলক ভাঙ্গেন লাউতারো মার্তিনেস। মেসির থ্রু বল ডি-বক্সে পেয়ে, প্রথম ছোঁয়ায় দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইন্টার মিলান ফরোয়ার্ড।
৬২ মিনিটে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল স্বাগতিক অ্যাঙ্গোলা। তবে সতীর্থের পাস বক্সে পেয়ে অরক্ষিত লুভুম্বো শট লক্ষ্যে রাখতে পারেননি।
আর্জেন্টিনার জয় নিশ্চিত করা গোলটি আসে ৮২তম মিনিটে। দারুণ গতিতে ডি-বক্সে ঢুকে পড়া মেসির থেকে স্লাইডে বল কেড়ে নেন অ্যাঙ্গোলার এক ডিফেন্ডার, কিন্তু বল ফের চলে যায় মার্তিনেসের পায়ে। তার পাস আবার ডি-বক্সে পেয়ে জোরাল কোনাকুনি শটে জালে জড়ান মেসি।
জাতীয় দলের হয়ে ১৯৬ ম্যাচে মেসির গোল হলো ১১৫টি।

স্পোর্টস ডেস্ক