ভারতের ৪৪ স্কুলে বোমা হামলার হুমকি, তল্লাশি চালাচ্ছে পুলিশ
ভারতের বেঙ্গালুরুতে ৪৪টি বেসরকারি স্কুলে বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। আজ শুক্রবার (১ ডিসেম্বর) সকালে ইমেইলের মাধ্যমে এসব হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। ওসব ইমেইলে বলা হয়, স্কুল চত্বরে বিস্ফোরক রাখা হয়েছে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি জানায়, বোমা হামলা চালানোর খবরেই সেখানে ছুটে যায় পুলিশ। স্কুলে সন্দেহভাজন যেকোনো বস্তুতে তল্লাশি চালাচ্ছে তারা। একইসঙ্গে বোম্ব ডিসপোজাল ইউনিটও স্কুলগুলোতে পৌঁছেছে।
ভারতের কর্ণাটক প্রদেশের রাজধানী বেঙ্গালুরু। প্রদেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জি পারেমেশ্বর বলেন, ‘আমরা ইমেইলগুলোর সোর্স খুঁজছি। বিষয়টিকে মারাত্মকভাবেই নেওয়া হয়েছে। অগ্রাধিকারভাবে বিষয়টি দেখার জন্য পুলিশকে আমি নির্দেশ দিয়েছি।’
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দায়ন্ত বলেন, ‘প্রতারণা করে ইমেইলগুলো পাঠানো হয়েছে বলে আমরা ধারণা করছি। তবে, আমরা কোনো গাফিলতি করছি না। দোষীদের চিহ্নিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।’
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে ওই পুলিশ কর্মকর্তা লেখেন, ‘বেঙ্গালুরু শহরের কিছু স্কুল আজ সকালে ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পেয়েছে। নাশকতাবিরোধী ও বোমা শনাক্তকরণ স্কোয়াডগুলোকে বিষয়টি যাচাইবাছাই করতে ঘটনাস্থলগুলোতে পাঠানো হয়েছে। ইমেইলগুলো প্রতারণা বলে মনে হচ্ছে। তারপরেও অপরাধীদের শনাক্তে সমস্ত প্রচেষ্টা করা হবে।’
এদিকে, বোমা হামলার হুমকিতে চিন্তিত হয়ে পড়েছে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকেরা। একটি স্কুল কর্তৃপক্ষ জরুরি এক পরামর্শ বার্তা জানিয়েছে, ‘আমরা আজ স্কুলে একটি অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। অজানা উৎস থেকে একটি হুমকি এসেছে। যেহেতু আমরা আমাদের বাচ্চাদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি, আমরা অবিলম্বে সাময়িক সময়ের জন্য স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’
অভিভাবকদের আশ্বস্ত করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, ‘সতর্কতামূলক সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।’ বিষয়টি পুলিশ তদন্ত করছে জানিয়ে তিনি বলেন, ‘বিষয়টি আমি তদারকি করছি। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
হুমকি পাওয়া স্কুলগুলোর মধ্যে একটির অবস্থান কর্ণাটকে উপ মুখ্যমন্ত্রী ডিকে শিখকুমারের বাসভবনের অতি নিকটেই। তিনি বলেন, ‘টিভিতে খবরটি দেখার পর আমি বিস্মিত হয়ে পড়েছিলাম, কারণ, আমার বাড়ির কাছের একটিসহ আমার পরিচিত কয়েকটি স্কুলের নাম উল্লেখ করা হয়েছিল। প্রাথমিকভাবে এটিকে প্রতারণা বলে মনে হচ্ছে। আমি পুলিশের সঙ্গে কথা বলেছি এবং তারা বর্তমানে বিষয়টি তদন্ত করছে। আমাদের সতর্ক হওয়া উচিত, তবে চিন্তা করার দরকার নেই।’