উইন্ডিজদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অপ্রাপ্তি আর হাহাকারই গত কিছুদিন সঙ্গী ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। মাঠের হতশ্রী পারফরম্যান্স, মাঠের বাইরে দুয়োধ্বনি, কিছুতেই যেন কিছু হচ্ছিল না। এমন অবস্থায় আজ শনিবার (১৮ অক্টোবর) আবারও মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি আজ। টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, আমরা ব্যাটিং করতেই চেয়েছি। এটা আমাদের ঘরের মাঠ। এই উইকেটে আমরা আত্মবিশ্বাসী। আমরা নানা বিষয় নিয়ে কথা বলেছি। তবে এটি সম্পূর্ণ নতুন খেলা। আশা করি সবাই তাদের নিজেদের কাজে ইতিবাচক থাকবে।
মুখোমুখি পরিসংখ্যানে খুব বেশি পার্থক্য নেই দুই দলের মাঝে। এখন পর্যন্ত ওয়ানডেতে ৪৭টি ম্যাচে মাঠে নেমেছে দুই দল। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ২১টি ম্যাচ। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের জয় ২৪টি ম্যাচে আর ২টি ম্যাচ ড্র হয়েছে।
ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডে ফরম্যাটটাই প্রিয় ছিল বাংলাদেশের। অন্য দুই ফরম্যাটে যেমন-তেমন হলেও ওয়ানডেতে যেকোনো দলের জন্যই কঠিন প্রতিপক্ষ ছিল বাংলাদেশ, কিন্তু সেসব যেন গত হয়েছে। ওয়ানডে ক্রিকেটে এখন জিততেই ভুলে গেছে বাংলাদেশ। সর্বশেষ চারটি ওয়ানডে সিরিজের সবগুলোতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।