খোঁজ না নিয়েই বিপিএল খেলতে ঢাকায় মিলার
বিপিএলে এর আগে ক্রিস গেইল, ডি ভিলিয়ার্সদের মতো তারকারা মাঠ মাতালেও কখনও দেখা যায়নি ডেভিড মিলারকে। ভক্তদের সেই আক্ষেপ অবশেষে মিটেছে। প্রোটিয়া এই তারকা ব্যাটার প্রথমবারের মতো বরিশালের জার্সিতে বিপিএলে খেলবেন। যদিও পারিবারিক ব্যস্ততার কারণে বিপিএলের খোঁজ খবরই নিতে পারেনি এই বাঁহাতি ব্যাটার।
আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশে পা রেখেই দলের সঙ্গে অনুশীলন করতে মিরপুরের একাডেমি মাঠে ছুঁটে যান মিলার। ঘণ্টা দুয়েকের অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতা জানান মিলার। প্রথমবারের মতো বিপিএলে খেলতে মুখিয়ে এই প্রোটিয়া ক্রিকেটার।
নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মিলার বলেন, ‘সত্য কথা বলতে আমি গত কয়েকদিনে সেভাবে ক্রিকেটটা ফলো করতে পারিনি। দ্রুতই আমি বিয়ে করছি, সবমিলিয়ে পারিবারিক ব্যস্ততা ছিল। এর মাঝেও ফোনে যতটুকু সম্ভব খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। যেহেতু আমি শুধু প্লে-অফে খেলব, তাই পয়েন্ট টেবিলের কোথায় আছি, সেটা বারবার দেখতাম। তবে, আমি প্রথমবারের মতো খেলব, তাই কিছুটা রোমাঞ্চিত।’
নিজের ব্যাটিং প্রসঙ্গে মিলার বলেন,‘আসলে সময়ের সাথে সবাই পরিবর্তন হয়। আমি নিজে এখন যেভাবে খেলছি, আগে কিন্তু এভাবে খেলতাম না। টি-টোয়েন্টিতে প্রতিটা ইনিংসই কঠিন। কারণ আপনাকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। মাঝে মাঝে এমন হয় মাত্র তিন ওভার ব্যাটিং করার সুযোগ পাই। তখন শুরু থেকে আক্রমণাত্মক না হওয়ার কোনো বিকল্প থাকে না।’
চট্টগ্রামের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ নিয়ে মিলার বলেন, ‘আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। কেননা এই ম্যাচটি জিততে না পারলে আপনি টুর্নামেন্ট থেকে বাদ পড়বেন। এটা নিশ্চিত করা জরুরি যে তরুণরা আমার থেকে এবং আমি তরুণদের থেকে শিখতে পারছি। পুরো টুর্নামেন্টে সবাই দুর্দান্ত খেলেছে, আমার কাজ হবে সেই ধারাবাহিকতা ধরে রেখে নিজের সেরাটা দেওয়া।’